ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ড্রোন ব্যবহারে বেবিচক এর অনুমতি লাগবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ড্রোন ব্যবহারে বেবিচক এর অনুমতি লাগবে

ঢাকা: সামরিক বাহিনী ব্যতীত অন্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ড্রোন ব্যবহারের ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি নিতে হবে। এমন নির্দেশনা বহাল রেখে একটি নীতিমালা প্রস্তুত করা হয়েছে।



সোমবার  (০৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন সদস্যরা।

ড্রোন ব্যবহারের জন্য বেবিচক একটি নীতিমালা প্রস্তুত করেছে। যে নীতিমালার আলোকে সামরিক বাহিনী ব্যতীত অন্য যে কেউ ড্রোন ব্যবহার করতে চাইলে বেবিচকের অনুমতি নিতে হবে। বাংলাদেশ বিমান বাহিনী এবং অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে এ ব্যাপারে নীতিমালা চূড়ান্ত করার কার্যক্রম চলমান রয়েছে বলে কমিটিতে জানানো হয়। এছাড়া যে সকল স্থানে বিমানবন্দর নেই সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে ড্রোন ব্যবহার করা যাবে ।

এদিকে বিমান বন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং যন্ত্রপাতি ক্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও কাজে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। এ সময় মন্ত্রণালয়ের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের সমালোচনা করেন তারা। গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে কি কি কাজ হয়েছে তার কোন জবাব দিতে পারেনি মন্ত্রণালয় এমন অভিযোগ কমিটির সদস্যদের।

এছাড়া বিমানের যাত্রীদের সেবার মান উন্নয়নে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় কমিটির তরফে।  

কমিটি সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ বাংলানিউজকে বলেন, গ্রাউন্ড হ্যান্ডেলিং যন্ত্রপাতি ক্রয় করে দ্রুত যাত্রী সেবার মান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা ছিল। কিন্তু এ কাজে সেভাবে কোন অগ্রগতি দেখাতে পারেনি মন্ত্রণালয়। মন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্রুত বিষয়টি সুরাহা করার তাগিদ দেওয়া হয়েছে।

এছাড়া প্রাইভেট এয়ারলাইন্সগুলোর সাথে বসে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করে তাদের প্রস্তাবনাগুলো মন্ত্রণালয়ে প্রেরণ এবং একটি সুনির্দিষ্ট  ড্রোন নীতিমালা প্রস্তুত করতে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষকে সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি কর্ণেল (অব.) মুহম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, মো. আফতাব উদ্দীন সরকার এবং রওশন আরা মান্নান অংশগ্রহণ করেন।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা,ডিসেম্বর ০৭, ২০১৫
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।