ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী মুক্ত দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
নোয়াখালী মুক্ত দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো নোয়াখালী মুক্ত দিবস।

১৯৭১ সালের এই দিন পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় নোয়াখালী।



সোমবার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় শোভাযাত্রা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল ৩টায় জেলা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সামনে অবস্থিত মুক্তমঞ্চ থেকে  মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিকেল ৪টায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার ও মুক্ত দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলে এলাহী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বীরপ্রতীক মনির আহম্মদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের, আবদুল মমিন বিএসসি, কাজী মানছুরুল হক খসরু, মোল্লা হাবিবুর রসুল মামুন, নিলুফার মমিন ও গণজারণ মঞ্চের নোয়াখালী সভাপতি নাজমুস সাকিব পারভেজ প্রমুখ।

সন্ধ্যায় মুক্তমঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের অংশগ্রহণে কবিতা, গান ও নৃত্য পরিবেশিত হয়।

সবশেষে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।