ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘খাল আর যেনো দখল না হয়’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
‘খাল আর যেনো দখল না হয়’ আনিসুল হক

ঢাকা: রাজধানীর ৪৬ খাল দখলমুক্ত করা এবং সংস্কারে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘ইলেকটেড বডি রয়েছে, আর যেনো দখল না হয়। ’
 
সোমবার (০৭ ডিসেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন রাজধানীর জলাবদ্ধাতা নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এ কথা জানান।


 
ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগে জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
 
এ বৈঠকে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার জন্য কমিটি গঠন করে বর্ষা মৌসুমে রাজধানীতে জলাবদ্ধাতা নিরসনের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, রাজউক ও ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
ঢাকার ১৩ খালের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করে ডিএনসিসি মেয়র আনিসুল হক বলেন, ‘আমাদের চাওয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন। রাজধানীর ৪৬টি খালের মালিকানা ঢাকা জেলা প্রশাসনের, আর এসব খাল পরিষ্কারের দায়িত্বে আছে ঢাকা ওয়াসা। ’
 
‘এসব খালের সিচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়েছে যাতে আগামীতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। কেউ যাতে খাল দখল করতে না পারে, সেজন্য স্থায়ীভাবে কংক্রিট দিয়ে পাড় তৈরির কথা বলেছেন মন্ত্রী। ’

ডিএনসিসি’র প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে রাজধানীতে ৪৩টি খাল আছে। এরমধ্যে ওয়াসা রক্ষাণাবেক্ষণ করে ২৬টি। রাস্তাঘাট, কালভার্ট ও সোয়ারেজ লাইনের মাধ্যমে বিকল্পভাবে পানি নিষ্কাশনে ব্যবহৃত হয় ৯টি আর ঢাকা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে রয়েছে ৮টি।
 
১৩টি খাল হচ্ছে- মিরপুরের রূপনগর খাল, বাউনিয়া, কালশী, মুসলিম বাজার খাল, কল্যাণপুর ‘চ’ খাল ও ‘ক’, রামচন্দ্রপুর খাল এবং কাটাসুর খাল।
 
বাংলাদেশ সময় : ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসএমএ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।