ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নিয়োগে দুর্নীতি

উপ-সচিবসহ আরও ৮জনকে দুদকের তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
উপ-সচিবসহ আরও ৮জনকে দুদকের তলব

ঢাকা: খাদ্য অধিদফতরে নিয়োগ দুর্নীতি মামলায় উপ-সচিব ও পরিচালকসহ আরও ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তলব করা ওই ৮ কর্মকর্তা অধিদফতরের নিয়োগ পরীক্ষার ভাইবা বোর্ডের সদস্য ছিলেন।



সোমবার (০৭ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান তাদের কাছে নোটিশ পাঠিয়েছেন।  

জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানোরা হলেন- খাদ্য অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ জাকির হোসেন,  মো. মোশারফ হোসেন, মো. তোফাজ্জল হোসেন, উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, ধরিত্রী কুমার সরকার, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব কেএম মাহবুবুর রহমান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট মো. নূরুল ইসলাম।

আগামী ১০ ডিসেম্বর সকাল ৯টা থেকে ২৩ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে বিভিন্ন সময়ে দুদক কার্যালয়ে হাজির হতে তাদের বলা হয়েছে ওই নোটিশে।

দুদকের অনুসন্ধানে ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হলে চলতি বছর ৭ অক্টোবর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় ৫৩ কর্মকর্তাকে আসামি করা হলেও ভাইবা বোর্ডের কোনো সদস্যকে আসামি করা হয়নি।

এরইমধ্যে এই ৫৩ কর্মকর্তাসহ ৫৪ জনকে তলব করে দুদক। পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে সোমবার ‘ডেভলপমেন্ট প্ল্যানার্স অ্যান্ড কনসালট্যান্ট-ডিপিসি’র মালিক মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

জনবল নিয়োগ প্রক্রিয়ায় নম্বরপত্র যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল ওই প্রতিষ্ঠানটিকে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এডিএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।