ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হরিপুর সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
হরিপুর সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বুজরুক সীমান্তে আটক বাংলাদেশি রেজাউল করিমকে (৪০) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠকের পর তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।



রেজাউল রংপুর জেলার পীরগছা উপজেলার চন্দ্রাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

দিনাজপুর ২ বিজিবির পারিচালক লে. কর্নেল আখতার ইকবাল বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বুজরুক সীমান্ত পেরিয়ে রেজাউল ভারতের অভ্যন্তরে  প্রবেশ করে। এ সময় ভারতের ৫৮ বোররা বিএসএফ ব্যাটালিয়নের জোয়ানরা তাকে আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক আহ্বান করা হয়।

বৈঠকের পর রেজাউলকে ফেরত দেয় বিএসএফ। সে মানসিক ভারসাম্যহীন বলে জানায় দিনাজপুর ২ বিজিবি।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।