ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিশুদের জন্য আলাদা বাজেট বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
শিশুদের জন্য আলাদা বাজেট বরাদ্দ ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া

গাজীপুর: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিশুদের জন্য আলাদা বাজেট বরাদ্দ করা হয়েছে।

সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী পিকনিক স্পটে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দি চিলড্রেন আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।



ফজলে রাব্বি বলেন, শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস’র জন্য যে অনুদান রয়েছে। সেভ দি চিলড্রেনের সহায়তাকেও আমরা খাটো করে দেখছি না। তাদের সহায়তা আছে বলেই শিশু অধিকার বিষয়ক আমরা অনেক কাজ করতে পাচ্ছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, কাজী রোজি, উম্মে রাজিয়া কাজল, সামশুল আলম দুদু, জেবুন্নেছা আফরোজ, কামরুন্নাহার চৌধুরী, হোসনে আরা লুৎফা ডালিয়া কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।