ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠি-নলছিটি মুক্ত দিবস ৮ ডিসেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ঝালকাঠি-নলছিটি মুক্ত দিবস ৮ ডিসেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ৮ ডিসেম্বর ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পাক হানাদারমুক্ত হয়।



দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদ মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করেছে।

এদিকে, দিবসটি উদযাপনে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় পতাকা উত্তোলন, বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।