ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিসিএইচসিপিএ’র অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
বিসিএইচসিপিএ’র অবস্থান কর্মসূচি ছবি: রাজিব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (বিসিএইচসিপিএ) নেতাকর্মীরা।
 
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা।



দাবি আদায় না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সংগঠনের মহাসচিব মো. আফাজউদ্দিন লিটন লিখিত বক্তব্যে বলেন, কমিউনিটি ক্লিনিকের সফলতার চাকা ঘ‍ুরাতে সিএইচসিপিএ’এর চাকরি জাতীয়করণ করা না হলে আবারও কালের গর্ভে হারিয়ে যাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এই স্বাস্থ্য সেবা প্রকল্প।

কারণ এই আওয়ামী লীগ সরকারের আমলে চালু করা কমিউনিটি ক্লিনিক বিএনপি জামায়াত জোট সরকার এসে বন্ধ করে দিয়েছিল। আবার আওয়ামী লীগ সরকার গঠন করেই এটি চালু করেছে।

সারাদেশের প্রায় ১৪ হাজার সিএইচসিপিএ কর্মীর ভবিষ্যৎ চিন্তা করে ও প্রত্যন্ত গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখতে আমাদের চাকরি জাতীয়করণ করার জোর দাবি জানাচ্ছি।

যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন শান্তিপূর্ণ এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানান আফাজউদ্দিন লিটন।

অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি কামাল হোসাইন সরকার, সহ-সভাপতি নঈমুদ্দিন, সুমন মাদবর, সাইফুল আলম রোকন, জাবের আলী শেখ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শামীম, ফখরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও সারাদেশ থেকে আগত স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসই/এফবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।