ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাজাত হোসেনের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
সাংবাদিক নাজাত হোসেনের দাফন সম্পন্ন ছবি: সৈয়দ নাজাত হোসেনের

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নবাব পত্রিকার সম্পাদক, ছড়াকার ও সাহিত্যিক সৈয়দ নাজাত হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে দুই দফা নামাজে জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জের ফকিরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।



১৯৮৮ সালে জেলার প্রথম সাপ্তাহিক নবাবগঞ্জ বার্তা ও ১৯৮৯ সালে প্রথম দৈনিক নবাবের সম্পাদক সৈয়দ নাজাত হোসেন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।


সৈয়দ নাজাত হোসেনের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।