ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গৃহকর্মী নির্যাতন

ক্রিকেটার শাহাদাতের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ক্রিকেটার শাহাদাতের জামিন

ঢাকা: গৃহকর্মী নির্যাতনের দায়ে অভিযুক্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনকে ৩১ শে মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (ডিসেম্বর ০৮) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ তার এ জামিন মঞ্জুর করেন।

জামিনের পাশাপাশি হাইকোর্ট তিন সপ্তাহের রুলও জারি করেন। রুলে কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আইনজীবী জাহিরুল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে তারা আপিলে যাবেন।

গৃহকর্মী শিশু হ্যাপীকে নির্যাতনের মামলায় গত ৫ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছিলেন ক্রিকেটার শাহাদাত।
 
আদালত সেই প্রার্থনা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে ফের জামিনের আবেদন করেন শাহাদাত। সেখানেও জামিন পাননি তিনি। পরে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন তিনি।

শাহাদাতের পাশাপাশি একই মামলার আসামি তার স্ত্রী নৃত্যও বর্তমানে জামিনে রয়েছেন।

এর আগে গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন জনৈক খন্দকার মোজাম্মেল হক।

মামলায় অভিযোগ করা হয়, ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় সাত মাস আগে কাজে যোগ দেয় মাহফুজা। শাহাদাত ও তাঁর স্ত্রী প্রায়ই তাকে মারধর করতেন, গরম খুন্তির ছ্যাঁকা দিতেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।