ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
বগুড়ায় আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে জিল্লুর রহমান (৪০) ও গোলাম মোস্তফা (৩৯) নামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কোমারপুর এলাকায় টহলরত পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

গ্রেফতার জিল্লুর রহমান আদমদীঘি উপজেলার বোলাইল গ্রামের ইব্রাহিম তালুকদারের ছেলে ও গোলাম মোস্তফা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মোহনপুর গ্রামের সামছুল আলমের ছেলে।
 
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বাংলানিউজকে জানান, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এদের মধ্যে জিল্লুর রহমানের বিরুদ্ধে আদমদীঘি থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এছাড়াও তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।