ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হোসে কোনিও হত্যা

গুলির কথা স্বীকার গ্রেফতার জেএমবি নেতা রানার

বিভাগীয় স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
গুলির কথা স্বীকার গ্রেফতার জেএমবি নেতা রানার

রংপুর: রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর জাপানি নাগরিক হোসে কোনিও হত্যা মামলায় গ্রেফতার জেএমবি নেতা মাসুদ ‍রানা (৩০) হত্যার কথা স্বীকার করেছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে পুলিশের রংপুর বিভাগের ডিআইজি হুমায়ুন কবীর তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।



তিনি জানান, জেএমবি নেতা রানাকে পীরগাছা থেকে গ্রেফতার করা হয়। সোমবার তিনি আদালতে স্বীকার করেছেন হোসে কোনিওকে তিনি গুলি করেছিলেন।

গত ৩ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারিতে গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কোনিও।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।