ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ২ তরুণীসহ ‍৫ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
মাগুরায় ২ তরুণীসহ ‍৫ প্রতারক আটক ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মাগুরা: মাগুরায় প্রতারণা ও হয়রানির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ তরুণীসহ ৫ প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে শহরের কলেজ পাড়া ও জামরুলতলা এলাকায় অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাদের আটক করে।



আটকরা হলেন, রোজিনা, রত্না, তুহিন (২০), জয় (১৯) ও প্রান্ত (২১)। তাদের বাড়ি মাগুরার বিভিন্ন এলাকায়।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুবিনুল ইসলাম বাংলানিউজকে  জানান, দীর্ঘদিন ধরে রত্না ও রোজিনা মোবাইল ফোনে এবং দালাল চক্রের মাধ্যমে কৌশলে ছাত্র, চাকরীজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে তাদের ভাড়া বাসায় ডেকে আনতেন। এরপর জিম্মি করে মাস্তান ও দালাল দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের বিবস্ত্র করে ছবি তুলে লাখ টাকা চাঁদা আদায় করতেন।

সম্প্রতি এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এসআই আরো জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।