ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে আখচাষি সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
জয়পুরহাটে আখচাষি সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: আখ মাড়াই শুরুর প্রস্তুতি উপলক্ষে জয়পুরহাট সুগার মিলে আখচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় চিনিকল নিয়ন্ত্রণাধীন আখচাষি পরিবারের ২৪৩ শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও সনদপত্র দেওয়া হয়েছে।



মঙ্গলবার(০৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট সুগার মিলস্ অফিসার্স ক্লাব টেনিস গ্রাউন্ডে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুগার মিলের জিএম (কৃষি) শাহ্নূর রেজা, চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আলহাজ আবু তালেব চৌধুরী, বিএসএফআইসি’র ডিজিএম জাহেদ আলী আনছারী, চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে এক কালীন এক হাজার টাকা ও সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।