ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে যৌথ অভিযানে গ্রেফতার ৩৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
বরিশালে যৌথ অভিযানে গ্রেফতার ৩৮

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন এলাকায় পুলিশের যৌথ অভিযানে বিএনপি-জামায়াতের সাত কর্মীসহ ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।



দুপুর ২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির পাঁচ ও জামায়াতের দুই কর্মী রয়েছেন। নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার ওরফে রাজা কসাই, তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম শাহিন, একই ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. সাইফুল ইসলাম ও ২৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. সোহরাব হোসেনের নাম জানা গেছে।

এছাড়া বিভিন্ন মামলার পলাতক ও সাজার আদেশপ্রাপ্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ধর্ষণ চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এছাড়া মাদক মামলায় পৃথকভাবে মোট দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ অ্যাম্পুল জি-মরফিন উদ্ধার করা হয়।

অপরদিকে, রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও বরিশাল মেট্রোপলিটন অ্যাক্টে আরো ১১ জনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।