ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার মুক্ত দিবস পালিত

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
মৌলভীবাজার মুক্ত দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার মুক্ত দিবস পালিত হয়েছে।   এর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ, বিজয় র‌্যালি, ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির পালিত হয়েছে।



দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে শহরের চাঁদনীঘাট এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালি করা হয়।

এরপর কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগ সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।

শহীদ মিনার প্রাঙ্গণে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী, জেলা আওয়ামী লীগ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।