ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে খোলা হবে ফেসবুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে খোলা হবে ফেসবুক ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

খাগড়াছড়ি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের প্রয়োজনে ফেসবুক বন্ধ করা হয়েছে। এরইমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে অচিরেই ফেসবুক খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ির রামগড় থানার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখনই প্রয়োজন হবে তখনই পার্বত্য চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আসবে।

এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলীসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

এরপর রামগড় থানায় আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেন মন্ত্রী। সেখান থেকে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পানছড়ি যান তিনি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। বুধবার খাগড়াছড়ির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।