ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
রাঙামাটিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির শুকুরছড়িতে ৫ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্র। এ উপকেন্দ্রটি নির্মাণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।



মঙ্গলবার(৮ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জমির মালিকদের চেক হস্তান্তর করা হয়।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তানভির হাসানের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

৫ একর জমিতে ১ লাখ ৩২ হাজার ভোল্ট(১৩২-১৩৩ কেভি) বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা সম্পন্ন কেন্দ্র নির্মাণের জন্য আটটি পরিবারের কাছ থেকে জমি ক্রয় করা হয়।

তাদের জমির ক্রয় বাবদ ৫ কোটি ৭৪ লাখ টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। চেক গ্রহণ করেন শুকুরছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা,  মেম্বার,  হেডম্যানসহ জমিদানকারী মালিকরা।

এ বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র জানুয়ারি ২০১৬ থেকে কাজ শুরু হয়ে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।