ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
রাজশাহীতে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে অস্ত্র মামলায় আলালউদ্দীন ওরফে ফরহাদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কার‍াদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইবুনাল।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে আদালতের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।



দণ্ডপ্রাপ্ত ফরহাদ আলীর বাড়ি নগরের রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায়। বাবার নাম শাজাহান আলী। ফরহাদ আলী বর্তমানে পলাতক রয়েছেন।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর রাতে ফরহাদ আলীকে অস্ত্রসহ আটক করে পুলিশ।

ওই ঘটনায় রাজপাড়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামালা হয়। পরে ফরহাদ জামিন নিয়ে গা ঢাকা দেন। মামলাটি প্রথমে ১৮/১৪ বিশেষ ক্ষমতাবলে মহানগর দায়রা জজ আলাদতে পরিচালিত হয়।

পরে দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনালে মামলা যাওয়ার পর ১১ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালত।

কিন্তু এরপরও হাজির না হওয়ায় তার অনুপস্থিতেই মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।