ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী রাষ্ট্রদূত শ্রেষ্ঠার মাধ্যমে নেপাল সরকারকে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের (বিবিআইএন) অধীনে মোটর ভেহিক্যাল চুক্তি দ্রুত অনুসমর্থনের অনুরোধ জানান।

এর প্রেক্ষিতে বিদায়ী রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলীকে নেপাল সরকার গৃহীত অনুসমর্থন সম্পর্কিত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।