ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছাত্রলীগ নেতাকর্মীদের সশস্ত্র মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
সিলেটে ছাত্রলীগ নেতাকর্মীদের সশস্ত্র মহড়া ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব নেওয়া নেতাকর্মীরা মাজার জিয়ারত ও শহীদ মিনারে ফুল দেওয়া শেষে শহরে সশস্ত্র মহড়া দিয়েছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেয় নেতাকর্মীরা।



দলীয় সূত্র জানায়, শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ ঘোষণার পর সোমবার (৭ ডিসেম্বর) কাঙ্খিত পদ না পাওয়া ও পদবঞ্চিতরা নগরীতে ঝাড়ু মিছিল করে।

এর জবাবে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে ছাত্রলীগের জেলা সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে সশস্ত্র মহড়া বের হয়। এতে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বিকেলে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ফুলেল শ্রদ্ধা জানান।

এরপরই মিছিলে হাতে রাম দা’সহ ধারালো অস্ত্র প্রদর্শন করে মোটরসাইকেলে মহড়া দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালতলার দিকে চলে যান।

এ বিষয়ে সেখানে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।