ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা চর্চায় ইন্সটিটিউটের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা চর্চায় ইন্সটিটিউটের সুপারিশ

ঢাকা: ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিজ ভাষা চর্চায় উৎসাহ দেওয়া, ভাষা সংরক্ষণ ও গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠার সুপারিশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
 
মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

এসময় ইন্সটিটিউট প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এটির অনুমোদন দিতে তাগিদ দেওয়া হয়েছে।
 
কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, পংকজ নাথ, পিনু খান ও জেবুন্নেছা আফরোজ অংশ নেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির রং আগের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে তাগিদ দিয়েছে কমিটি। এসময় শিল্পকলা একাডেমির আগামী পাঁচ থেকে দশ বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

কমিটি শিল্পকলা একাডেমির কার্যক্রম উপজেলা পর্যায়ে সুষ্ঠুভাবে পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য প্রতিটি উপজেলায় একজন করে সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।