ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
শার্শায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আবুল কালাম (২৬) ও মানদারের ছেলে শহিদুল (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ২৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।