ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে তিনজনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ফুলবাড়ীতে তিনজনের জেল-জরিমানা ছবি : প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর ফুলবাড়ীতে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে তিনজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(৮ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহতেসাম রেজা এ রায় দেন।



সাজাপ্রাপ্তরা হলেন-উপজেলার কাঁটাবাড়ী গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে কামরুজ্জামান(৪২), মহদিপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে ফিরোজ মিয়া(২৪) ও রাজারামপুর এলাকার মৃত ছানার উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৩২)।

এদের মধ্যে কামালকে ১৫ দিন, ফিরোজ মিয়াকে ১ মাসের কারাদণ্ড ও জুয়া খেলার দায়ে আনোয়ার হোসেনকে ৫০ টাকা জরিমানা করা হয়। কামাল ও ফিরোজকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।