ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘খোলা ম্যানহোলের ঢাকনা বন্ধে ব্যবস্থা নিতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
‘খোলা ম্যানহোলের ঢাকনা বন্ধে ব্যবস্থা নিতে হবে’ সংসদ সদস্য (এমপি) সৈয়দ ‍আবু হোসেন বাবলা

ঢাকা: রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়া শিশু নীরবের মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যান ওই এলাকার (ঢাকা-৪) সংসদ সদস্য (এমপি) সৈয়দ ‍আবু হোসেন বাবলা।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ঢামেক হাসপাতালে যান তিনি।



জাতীয় পার্টির এমপি বাবলা ‍সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অতি মর্মান্তিক ও দুঃখজনক। ম্যানহোলে ঢাকনা যেনো আর খোলা না থাকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ’

‘এ ঘটনায় কেউ দায়িত্ব অবহেলা করে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।

এ সময় নিহত শিশু নীরবের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেন তিনি।

একই সঙ্গে নীরবের পরিবারের সদস্যদের ঢাকা জেলা প্রশাসনের পক্ষে ২০ হাজার টাকা অনুদান দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এজেডএস/ওএইচ/এমএ





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।