ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ ছবি: প্রতীকী

সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে দুই ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে লালাবাজার সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।



এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ট-১১-৭২-০৯ ট্রাকটি রাস্তার পাশে দাঁড়ানো ছিলো। এমন সময় সিলেটগামী অন্য একটি ট্রাক (সিলেট ড-১১-১৮৭৬) দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা।
 
এতে ঘটনাস্থলে দু’জন নিহত হন। আহত হন আরও চারজন। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
 
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ শাখার সহকারী কমিশনার ইকবাল হাসান বাংলানিউজকে বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এনইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।