ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে মাদক বিক্রির দায়ে নারীসহ ১০ জনের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
শেরপুরে মাদক বিক্রির দায়ে নারীসহ ১০ জনের সাজা

শেরপুর: শেরপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা বিক্রির সময় এক নারীসহ ১০ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন।


 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মাসুদুর রহমান   ও জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  
 
সাজাপ্রাপ্তদের মধ্যে হোরাইন বিক্রির অপরাধে শহরের বারাক পাড়া মহল্লার রুবিনা বেগম ও রনিকে দুই বছর, গাঁজা রাখার অপরাধে নামা শেরীপাড়ার বিল্লাল হোসেন, পশ্চিম শেরীর হেলাল, জামাল হোসেন ও বেলাল হোসেন, চাপাতলী এলাকার আরিফুল ইসলাম, বালাম মিয়া ও আওয়ালকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও বারাকপাড়ার খলিলুর রহমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।