ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নকলা মুক্ত দিবস ৯ ডিসেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
নকলা মুক্ত দিবস ৯ ডিসেম্বর

শেরপুর: শেরপুরের নকলা মুক্ত দিবস ৯ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ভারতীয় মিত্র বাহিনীর সদস্য মেজর বানাজিৎ সিং ত্যাগী ও ব্রিগেডিয়ার সনাতন সিংয়ের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধারা মরনপণ যুদ্ধ করে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের পরাজিত করে নকলা উপজেলাকে মুক্ত করেন।



 সেসময় মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে টু-আইসি আব্দুর রশিদ ও সিকিউরিটি অফিসার একলিম শাহ্ সহ তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা নকলাকে হানাদার মুক্ত করতে সম্মুখ যুদ্ধে অংশ নেন।

মুক্তিযোদ্ধাদের হামলায় পাকিস্তানি বাহিনী পিছু হটলেও ১শ ৩০ জন রাজাকার ও আলবদরকে মুক্তিযোদ্ধারা বন্দি করেন এবং অবশিষ্ট রাজাকার ও আলবদর পালিয়ে যায়।

পরদিন আব্দুল হক চৌধুরীর কাছে ১শ ১৭ জন রাজাকার ও আলবদর ১শ ১০টি অস্ত্রসহ আত্মসমর্পণ করে।

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।