ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নীরবের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
নীরবের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ম্যানহোলে পড়ে শিশু সাইফুল ইসলাম নীরব নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শ্যামপুর এলাকায় ম্যানহোলের খোলা গর্ত দিয়ে সুয়ারেজ লাইনে পড়ে যায় ৫ বছরের এই শিশু।



বুধবার (০৯ ডিসেম্বর) কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে মামলা দায়ের না হওয়ার বিষয়টি জানান।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সুয়ারেজ লাইনে পড়ে যায় শিশু নীরব। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর রাত ৮টা ২০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয় তাকে। কিন্তু তার আগেই নিভে যায় তার প্রাণ।

উদ্ধারের পরপরই নীরবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই তার ইসিজি করা হয়। ইসিজি রিপোর্টের ভিত্তিতে রাত নয়টার সময় তাকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫/আপডেট: ১০৪৭ ঘণ্টা
এসজেএ/আরএইচ

** খেলতে গিয়ে ম্যানহোলে পড়ে যায় শিশু নীরব
** উদ্ধারের আগেই নিভে যায় নীরবের প্রাণ
** শিশু নীরবকে মৃত ঘোষণা চিকিৎসকের
** ‘খোলা ম্যানহোলের ঢাকনা বন্ধে ব্যবস্থা নিতে হবে’
** ম্যানহোলে পড়া শিশু নীরব ঢামেকে
** ম্যানহোলে পড়া শিশু নীরব উদ্ধার বুড়িগঙ্গায়
** এখনও খোঁজ নেই শিশু নীরবের, উদ্ধার কাজ চলছে
** শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।