ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত

ডিস্ট্রিক্ট ও রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে চকবৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ ওয়াই কে এম জাহাঙ্গীর নিহত হয়েছেন।

বুধবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সামা বাংলানিউজকে জানান, অধ্যাপক ড. ইউনূস খান জাহাঙ্গীর সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে করে তার নিজ কর্মস্থলে ফিরছিল। পথিমধ্যে নাটোরের চকবৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় ছেলেসহ তিনি গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাবি আরবি বিভাগের সভাপতি প্রফেসর আবদুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে জাহাঙ্গীরের মরদেহ রামেক মর্গে আনা হয়েছে। নিহত জাহাঙ্গীরের ছেলেও রামেকে ভর্তি রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।