ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘দলিত নারীদের ওপর সহিংসতা বন্ধে চাই সম্মিলিত আন্দোলন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
‘দলিত নারীদের ওপর সহিংসতা বন্ধে চাই সম্মিলিত আন্দোলন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলিত নারী ও কিশোরীদের ওপর সহিংসতা বন্ধে সম্মিলিত আন্দোলন ও সরকারের সহযোগিতা প্রয়োজন। এ সহিংসতা বন্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় হতে হবে।



বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ দলিত নারী ফেডারেশনের’ আয়োজনে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ‘২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
বক্তারা বলেন, দলিত নারী ও কিশোরীরা প্রতিনিয়ত যৌন নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার পরও এ নির্যাতনের ঘটনা বেড়েই চলছে।

দেশের প্রায় ৬৫ লাখ দলিত জনগোষ্ঠী সংবিধান প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে তারা বলেন, তারা পরিপূর্ণ নাগরিক ও মানবিক মর্যাদা নিয়ে বসবাস করতে পারছে না। নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, বঞ্চনা, ধর্ষণ, হত্যা, শারীরিক নির্যাতন, অপহরণের ঘটনা দলিত নারীদের ক্ষেত্রেই বেশি ঘটে। দলিত নারী ও কিশোরীদের আলাদা গোসলখানা ও পায়খান নেই। ফলে প্রতিনিয়ত তারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।
 
বৃহত্তর সমাজেও দলিত নারী ও কিশোরীরা নির্যাতনের শিকার হচ্ছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ২০১৩ থেকে ১৫ সালের নভেম্বর পর্যন্ত দলিত জনগোষ্ঠীর ওপর ৬৬টিরও বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে নারী ও কিশোরী হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বৈষম্যমূলক ঘটনা। প্রতিবছর এসব ঘটনা বেড়েই চলছে।
 
এ অবস্থায় দলিত নারী ও কিশোরীদের প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধে সমাজে বসবাসরত প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ দলিত নারী ফেডারেশনের সভাপতি মনি রানী দাশ, দলিত-বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলনের সভাপতি সুনীল কুমার মৃধা, সাধারণ সম্পাদক বিভূতোষ রায়, সাবেক সভাপতি মুকুল শিকদার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
টিএইচ/আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।