ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রথমেই থাকবে বাংলাদেশি চ্যানেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
প্রথমেই থাকবে বাংলাদেশি চ্যানেল

ঢাকা: প্রতিষ্ঠার ক্রমানুসারে বাংলাদেশি সব চ্যানেলের ক্রমিক নির্ধারণ করবে তথ্য মন্ত্রণালয়। এই ক্রমিক অনুসারেই টেলিভিশন চ্যানেল প্রদর্শনের ব্যবস্থা নেবেন ক্যাবল অপারেটররা।

আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিল করবে সরকার।       

বুধবার (০৯ ডিসেম্বর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর (অ্যাসেসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) সঙ্গে বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান।   

বৈঠকের পর তথ্যমন্ত্রী হাসানুল হক বলেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিয়ে ক্যাবল চ্যানেল পরিচালিত হবে।   এক্ষেত্রে বাংলাদেশের চ্যানেলগুলোকে প্রথমে রেখে পরে বিদেশি চ্যানেল রাখবেন কেবল অপারেটররা। এই সিদ্ধান্ত না মানলে কেবল অপারেটরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, বারবার বলার সত্ত্বেও ক্যাবল অপারেটররা এটা মানছেন না।

বাংলাদেশ সময় : ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।