ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা নয়

ঢাকা: পৌরসভা নির্বাচনে ১৪ ডিসেম্বরের আগে কোনো মেয়র প্রার্থী দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম।

বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচনে কমিশনে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।



সিরাজুল ইসলাম বলেন, আজ থেকে প্রচারণা চালাতে কোনো বাধা নেই। কেননা, ভোটগ্রহণের ২১ দিন আগ থেকে প্রচারণা চালানো যায়। এক্ষেত্রে দলীয় মেয়র, স্বতন্ত্র মেয়র বা কাউন্সিলর প্রার্থীরা জনসংযোগ বা ঘরোয়া সভার মতো প্রচারণা চালাতে পারবেন। ভোটও চাইতে পারবেন। সবই করতে পারবেন। শুধু প্রতীক ব্যবহার করতে পারবেন না।

দলীয় মেয়রদের প্রতীক জানা রয়েছে বিধায় তারা প্রতীক নিয়েই প্রচারণায় যেতে চাইবেন। কিন্তু ১৪ ডিসেম্বরের আগে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় গেলে স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের স্বীকার হবেন। কেননা ১৪ তারিখেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ১৪ ডিসেম্বরের আগে মেয়র প্রার্থীদের প্রচারণায় না যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন ইসি, যোগ করে সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ১৪ ডিসেম্বরের আগে প্রচারণা করা যাবেনা বলেই সিদ্ধান্ত দিয়েছে কমিশন। কাজেই আশা করি সব প্রার্থী কমিশনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, প্রার্থীদের আচরণ বিধির মধ্যেই থাকতে হবে। এরই বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তিনজন সংসদ সদস্যকে শোকজ করা হয়েছে। তারাও আর করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সিরাজুল ইসলাম বলেন, আচরণ বিধি মেনে চলার জন্য আগে থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দলেরও ভূমিকা রয়েছে। আচরণ বিধি লঙ্ঘন যাতে না হয়, সেজন্য জাতীয় পত্রিকার নিউজের ভিত্তিতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংসদ সদস্যরা যেন আচরণ বিধি মেনে চলেন, সেজন্য মন্ত্রিপরিষদ সচিব এবং সংসদ সচিবকে চিঠি দিয়েছি। আশাকরি আচরণ বিধি আর লঙ্ঘন হবে না।

সংসদ সদস্যরাই (এমপি) জনগণের প্রতিনিধি। তারাই আইন করেন। তাদের তৈরি আইনে কমিশন বিধি তৈরি করে। এটাও আইন। কাজেই মনে করিনা এমপিরা তাদের তৈরি আইন ভঙ্গ করবেন। তাই তাদের ঠেকানোর প্রয়োজন মনে করিনা। তবে ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মঙ্গলবার কয়েকটি প্রকল্প পাসের বিষয়ে তিনি বলেন, এটি নিয়ে নির্বাচন কমিশন বিবেচনা করবে।

সচিব বলেন, বিশ্বাস করি দলগুলো তাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেবে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা সহায়তা করবে। তিনটি দল ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে সহায়তা করতে আস্বশ্ত করেছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫/আপডেট: ১৫৩০ ঘণ্টা
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।