ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সংশোধন হচ্ছে কমিউনিটি রেডিও নীতিমালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
সংশোধন হচ্ছে কমিউনিটি রেডিও নীতিমালা ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কমিউনিটি রেডিওকে আর্থিক ও প্রযুক্তিগতভাবে টেকসই করতে নীতিমালা সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
বুধবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘এসডিজি ও ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে কমিউনিটি রেডিও’র ভূমিকা’ শীর্ষক সভায় তিনি একথা জানান।


 
বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন (বিসিআরএ) এর আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম।
 
ইনু বলেন, কমিউনিটি রেডিও টেকসই উন্নয়নে ভূমিকা রাখে। কিন্তু তা নিজেই টেকসই না। চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিটি রেডিওকে আর্থিক ও প্রযুক্তিগতভাবে টেকসই করা।
 
মন্ত্রী বলেন, আর্থিকভাবে সক্ষম করতে নীতিমালা পর‌্যালোচনা করা হচ্ছে। নতুন বছরে একটি সুখবর আসবে।
 
প্রান্তিক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য, শিক্ষা, অধিকারসহ অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে কমিউনিটি রেডিও বিরাট ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন ইনু।
 
তিনি বলেন, কমিউনিটি রেডিও কণ্ঠহীনদের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে শুরু করেছে। স্বাস্থ্য, লিঙ্গ, বাল্যবিবাহ, মাতৃ ও শিশু মৃত্যু বিষয়েও ভূমিকা রাখছে।
 
তথ্যমন্ত্রী বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে উন্নয়ন বরাদ্দ ও নানা পদক্ষেপ নিচ্ছে, যা তারা জানে না। সরকারি বরাদ্দ, অনুদান ও পদক্ষেপ সম্পর্কে জনগোষ্ঠীকে জানাতে যত্নবান হতে হবে।
 
অধিকারহীন মানুষকে অধিকারপ্রাপ্ত করার দায়িত্ব কমিউনিটি রেডিওর বলেও মন্তব্য করেন ইনু।
 
সভায় কমিউনিটি রেডিও সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা।
 
সভায় জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম আজিজুর রহমান, পিকেএসএফ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
আরইউ/টিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।