ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাউশির ডিজিকে হাইকোর্টে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
মাউশির ডিজিকে হাইকোর্টে তলব ফাইল ফটো

ঢাকা: আদালতের আদেশ অমান্য করায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) দু’জনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ০৫ জানুয়ারি অধিদফতরের ডিজি ফাহিমা খাতুন ও সহকারী পরিচালক (কলেজ শাখা) হেলাল উদ্দিনকে আদালতে হাজির হয়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।



বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ তলব আদেশসহ রুল জারি করেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ফাহিমা খাতুন ও সহকারী পরিচালক (কলেজ শাখা) হেলাল উদ্দিনসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

রংপুর মডেল কলেজের চারজন শিক্ষকসহ পাঁচজনের নিয়োগ বৈধ হয়নি- এটি উল্লেখ করে ২০১০ সালের ১১ জানুয়ারি ওই পাঁচজনকে চিঠি দেয় মাউশি। তাদের এমপিও বাতিল করে বেতন-ভাতা হিসেবে নেওয়া অর্থ ফেরত চাওয়া হয় চিঠিতে। এ চিঠি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তারা আবেদন জানালে চিঠির বিষয়ে স্থগিতাদেশ দেন হাইকোর্ট। এ স্থগিতাদেশ সত্ত্বেও ফের একই ধরনের চিঠি দেয় মাউশি। পরে আদালত অবমাননার অভিযোগ আনতে হাইকোর্টে আবেদন জানান ওই পাঁচজন।

পাঁচজন হলেন- কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) আহসান হাবীব, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান ) মো. তৈয়ব মিয়া, প্রভাষক (দর্শন) কাজী খালেদ, প্রভাষক (ইংরেজি) জিকরুল ইসলাম ও প্রদর্শক (কম্পিউটর) মো. মোমিনুর রহমান।
 
 এ আবেদনের শুনানি শেষে তলব আদেশসহ রুল জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
ইএস/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।