ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
সাভারে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে কারাদণ্ড

সাভার (ঢাকা): প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে সাভারে এক জর্ডান প্রবাসীসহ দুজনকে ছয় মাস করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৯ ডিসেম্বর) সকালে তাদের আশুলিয়ার ধামসোনা ও শ্রীপুর থেকে আটক করে দুপুরে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভ‍ূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ।



শুনানি শেষে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত।

প্রকাশ্যে মাদক সেবন করায় আশুলিয়ার ধামসোনা ও শ্রীপুর থেকে জর্ডান প্রবাসী ফজল আলী, রিকশাচালক দুলাল ও ওমর ফারুককে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেন শুনানি শেষে জর্ডান প্রবাসী ফজল আলী ও ওমর ফারুককে ছয় মাস করে কারাদণ্ড দেন। দুলাল নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এইচএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।