ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দৃষ্কৃতিকারীদের বন্দুকযুদ্ধ হয়।

দুষ্কৃতিকারীরা আক্রমণ কিংবা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এ ধরনের ঘটনা ঘটে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, তাদের দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেশি ঘটে। তাদের তুলনায় আমাদের দেশের অবস্থা অনেক ভালো।

দেশে মানবাধিকার সুরক্ষায় সরকারের ভূমিকা নিয়ে তিনি বলেন,আন্তর্জাতিক মানবাধিকারে যে বিধি-নিষেধ আছে তা বাংলাদেশ সঠিকভাবে পালন করছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না তা নয়। তারপরও মানবাধিকার সমুন্নত রাখার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি।

এরআগে মঙ্গলবার দুই দিনের সফরে খাগড়াছড়ি আসেন মন্ত্রী। বুধবার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।