ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধারা তাদের জন্য সরকারি বরাদ্দকৃত বাসভবন উপজেলা সদরের কাছাকাছি নির্মাণের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ ও মানববন্ধন করেছেন।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেন হাওলাদারের কাছে নিজেদের দাবি তুলে ধরে স্মারকলিপি দেন তারা।

এরপর তারা ইউএনও কার্যালয় চত্বরে মানববন্ধন করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বোরহানউদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বাসভবন নির্মাণের জন্য কাচিয়া ইউনিয়নকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু ওই স্থানটি উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। এই বাসভবন পৌর এলাকায় নির্মাণ করা হলে সবারই সুবিধা হবে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা জুলফিকার আলী, কাঞ্চন মাতাব্বর, সাহেব আলী, সাদেক কারী, খোরশেদ মিয়া প্রমুখ।

তারা বলেন,  মৌখিকভাবে ও চিঠির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বাসভবন উপজেলা সদরের কাছাকাছি করতে স্থানীয় সংসদ সদস্য, বাণিজ্যমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ইউএনও মনির হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের সুবিধামতো স্থানে গৃহনির্মাণের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।