ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
চাঁদপুরে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুর: চাঁদপুর থেকে শংকর দাস (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের পুরান বাজার দাসপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



শংকর দাসপাড়া মৃত বিরাজ দাসের ছেলে। স্থানীয় একটি সেলুনের কর্মচারী হিসেবে তিনি কাজ করতেন।

নিহত শংকরের ভাই মানিক দাস বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে আমাদের বসত বাড়ির পাশের একটি ঘরে সকালের অজান্তে গলায় ফাঁস দেয় আমার ভাই (শংকর)। সকালে তাকে না পেয়ে ওই ঘরে গেলে তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেই।

তিনি আরো জানান, আমার ভাইয়ের সঙ্গে কোনো মেয়ের প্রেম সম্পর্ক ছিলো, তবে তিনি বিষয়টি পরিবারের কাউকে জানায়নি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রেমঘটিত ঘটনায় তিনি আত্মহত্যা করেছেন বলে  জানা গেছে।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।