ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ‘বাঁচতে শেখা’র ত্রৈ-মাসিক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
গাজীপুরে ‘বাঁচতে শেখা’র ত্রৈ-মাসিক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে এনজিও ‘বাঁচতে শেখা’র প্রোমোটিং লোকাল জাস্টিস থ্রু কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের উদ্যোগে চলমান মামলার পরিস্থিতি সম্পর্কে ত্রৈ-মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা জজ কোর্টের আইনজীবী বারে সভাটি অনুষ্ঠিত হয়।



সভায় উপস্থিত ছিলেন বাঁচতে শেখা’র লিগ্যালএইড অফিসার ইনচার্জ আহসান উজ-জামান, অ্যাডভোকেট আসমা খানম, কাইয়ুম, খালেকুজ্জামান, রোকসানা খানম ও মতিয়ার রহমান প্রমুখ।

এসময় মেডিয়েশন কমিটির স্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

বাঁচতে শেখা সংস্থাটি গ্রামে পিছিয়ে পড়া নির্যাতিত, বঞ্চিত ও অবহেলিত দরিদ্র নারীর সার্বিক উন্নয়নে গাজীপুর জেলার ৬টি উপজেলার ৪৪টি ইউনিয়নে কাজ করে যাচ্ছে।

ইউকে এইড’র আর্থিক ও সিএলএস, ঢাকার সার্বিক সহযোগিতায় গাজীপুরে বাঁচতে শেখা’র মাধ্যমে ১১ জন আইনজীবী ৬টি মামলা পরিচালনা করছেন। সভায় আইনজীবীসহ বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।