ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভান্ডারিয়ায় বাস চাপায় কৃষকলীগ সভাপতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ভান্ডারিয়ায় বাস চাপায় কৃষকলীগ সভাপতি নিহত

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বাসের চাপায় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল হামিদ মুন্সি (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন।



শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরখালী ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চরখালী ফেরিঘাটের পাশে ছিলেন আব্দুল হামিদ। এ সময় পিরোজপুর-ভান্ডারিয়া-মঠবাড়িয়া রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ফেরিঘাটের দিকে যেতে থাকে। চালক বাসটিকে নিয়ন্ত্রণের জন্য পন্টুনের পিলারে ধাক্কা দেন। এতে ঘাটের পাশে থাকা আব্দুল হামিদসহ বেশ কিছু মানুষ চাপা পড়েন। পরে ঘটনাস্থলেই আব্দুল হামিদের মৃত্যু হয়।

আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদের ৯ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আব্দুল হামিদ পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধারকাজ চালায়।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।