ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ মেলা

ভূতাত্ত্বিক জরিপের স্টলে দর্শনার্থীদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ভূতাত্ত্বিক জরিপের স্টলে দর্শনার্থীদের ভিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের স্টলে কয়েক হাজার হাজার বছর আগেকার স্তন্যপায়ী প্রাণীর দেহাবশেষ ও বিভিন্ন ধরনের খনিজ আকরিক দেখতে ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা।
 
‘আলোর পথে আরো এগিয়ে’- স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া জাতীয় বিদ্যুৎ মেলার দ্বিতীয় দিনে শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।


 
বগুড়ার নন্দীগ্রামে নাগর নদীর তলদেশ থেকে উদ্ধারকৃত হাতির মাথার খুলি ও পায়ের হাড়, সম্বর হরিণের শিং, মহিষের পায়ের খুর, শূকর ও গণ্ডারের দাঁতসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর দেহাবশেষ দেখতে ভিড় করেন দর্শনার্থীরা।

এসব জীবাশ্ম আনুমানিক বারো হাজার বছর থেকে শুরু করে ২৫ লক্ষ বছরের পুরনো বলে ধারণা করছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও স্টলটিতে বিভিন্ন ধরনের কয়লা, মাটি, বালি, শিলা, সামুদ্রিক প্রবাল, কোকুইনা প্রভৃতি স্থান পেয়েছে।
 
এ স্টলের দর্শনীয় অন্য আরেকটি জীবাশ্ম হচ্ছে ‘সিলিসিফাইড উড’। কয়েক লাখ বছরের প্রাচীন এ গাছের অংশটি পাওয়া গেছে চট্টগ্রামের বার্মা কলোনিতে। গাছের এ অংশটি হাজার বছর ধরে সিলিকার সংস্পর্শে থেকে নিজেই একটা প্রস্তর খণ্ডে পরিণত হয়েছে।

মেলায় বসুন্ধরা এলপি গ্যাস, ওমেরা, সাইফ পাওয়ার টেক, বিস্ফোরক পরিদপ্তর, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি, বিদ্যুৎ বিভাগ, নর্থ ওয়েস্ট পাওয়ার টেক, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির স্টলেও দর্শনার্থীদের সমাগম দেখা যায়।
 
ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের স্টলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সুজিত কুমার মন্ডল বলেন, দেশ-বিদেশের বিভিন্ন খনিজ উপাদানসহ নানা ধরনের প্রাণীর ফসিল প্রদর্শন করা হয়েছে। এগুলো সেসব দেশের সম্পদ ও অতীত সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছে।
 
ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ পরিচালক (ভূতত্ত্ব) নাসিমা বেগম বলেন, দর্শনার্থীদের এসব বিষয়ের প্রতি আগ্রহের বিষয়টি মাথায় রেখে এবার আগের তুলনায় অধিক পরিমাণে সংগৃহীত ও আবিষ্কৃত খনিজ পদার্থ প্রদর্শন করা হচ্ছে।

আরও বিস্তারিত জানার জন্য ভূতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অবস্থিত সংগ্রহশালাটি পরিদর্শনেরও আহ্বান জানান তিনি।

সরকারি ছুটির দিন ছাড়া যেকোন দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে এ সংগ্রহশালা।
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ আয়োজিত এ মেলা আগামী শনিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা।

বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি-বিদেশি ১০৬টি প্রতিষ্ঠানের ৩০৩টি স্টল মেলায় স্থান পেয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।