ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

ঠাকুরগাঁওয়ে প্রার্থিতা ফিরে পেলেন ১৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ঠাকুরগাঁওয়ে প্রার্থিতা ফিরে পেলেন ১৪ জন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে বাতিল হওয়া ১৪ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।  
 
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার আ ফ ম ফজলে রাব্বী বিষয়টি জানিয়েছেন।

 
 
এ নিয়ে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।
 
এর আগে, যাচাই-বাছাইয়ের পর কাউন্সিলর পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এক প্রার্থীকে বাতিল করা হয়েছিল। কাগজপত্র সংশোধন করে জমা দেওয়ায় শুক্রবার তাদের প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে।
 
প্রার্থিতা ফেরত পাওয়া ব্যক্তিরা হলেন- ২নং ওয়ার্ডে নূরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ওয়ালিউর রহমান, ৫নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম, আজিজুল হক, চৌধুরী সারোয়ার রশিদ উজ্জল, কামাল হোসেন, ৬নং ওয়ার্ডের ফররুখ আহম্মেদ, শেখ দবির উদ্দিন, ৮নং ওয়ার্ডের একে এম সফিউল এনাম পারভেজ, ৯নং ওয়ার্ডের বাদশা আলম, প্রদীপ শংকর চক্রবর্তী, তরিকুল ইসলাম ও ১০নং ওয়ার্ডের আব্দুর রহিম।
 
এছাড়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দ্রৌপদী দেবী আগরওয়ালার প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।