ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী সুমি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী সুমি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো মতিরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমি আক্তার (১৪)।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় হাজিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ে বন্ধ করে।



সুমি উপজেলার চর কালকিনি ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের মো. আবুল বাশারের মেয়ে। একই গ্রামের খবিরুর রহমানের প্রবাসী ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে সুমির বিয়ের আয়োজন চলছিল।

হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খান বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আয়োজন বন্ধ করে দেওয়া হয়। তবে পুলিশ পৌঁছার আগেই বরপক্ষ পালিয়ে যায়।  

বাল্যবিয়ে দেবেন না, মেয়েকে পড়ালেখা করাবেন এমন প্রতিশ্রুতি নিয়ে সুমির বাবা-মার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।