ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

১৬ ডিসেম্বর

সাভার-আশুলিয়ায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
সাভার-আশুলিয়ায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সাভার (ঢাকা): বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। দিনটিকে সামনে রেখে সাভার-আশুলিয়ায় প্রশাসনে চলছে ব্যাপক প্রস্তুতি।



আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান, গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা, বাড়ানো হচ্ছে পুলিশ চেকপোস্ট। প্রতিবছরের ন্যায় এবারও নেওয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান বলেন, নিরাপত্তায় কোনো প্রকার ছাড় দেওয়া হবেনা। রাস্তার পাশে কোনো হকার বা ভ্রাম্যমাণ দোকান বসতে দেওয়া হবেনা।

ইতোমধ্যেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়:০১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএইচএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।