ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রস্তুত পদ্মা

মাহমুদ মেনন ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
প্রস্তুত পদ্মা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পদ্মাপাড় থেকে: ধীর কুল কুল শব্দে একটা শান্ত রূপ নিয়েছে পদ্মা। সকালটা কুয়াশার চাদরে ঢাকা পড়লে সেই শান্তভাব আরও অনেক সুন্দর হয়ে উঠেছে।

পদ্মা যেন প্রস্তুত, নেই উন্মত্ত ভাব। যেন বলছে, হোক আমার উপর দিয়ে স্বপ্নের সেতু গড়া।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে পদ্মাপাড়ে পৌঁছে নদীর এই রূপ সবাইকে মুগ্ধ করেছে।

আজই পদ্মার উপর দিয়ে সেতু নির্মাণের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন সেতু নির্মাণ কাজ। নদীর তীর ঘেঁষে একদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পদ্মার মতোই শান্ত এবং উদ্ধত। ‘তোমার স্বপ্নপূরণে জেগেছে বাংলাদেশ’ –এই কথায় বঙ্গবন্ধুকে হয়েছে স্মরণ।

অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উন্নয়নের পথপ্রদর্শক হিসেবে তুলে ধরা হয়েছে। দেশের সবচেয়ে বড়, সবচেয়ে চ্যালেঞ্জিং, সবচেয় গর্বের এই সেতু নির্মাণ যার হাত ধরে হচ্ছে তিনি তো উন্নয়নের পথপ্রদর্শকই।


শনিবার সকালে সেতুর জাজিরা পয়েন্টে নদীশাসন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতু নির্মাণের কাজের পাশাপাশি এই নদী শাসন কাজটি সমান গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্ব বিবেচনায় রেখেই প্রধানমন্ত্রী নিজ হাতে নদীতে পাথর ফেলে সেই কর্মযজ্ঞের উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমএমকে/এমজেএফ

** যতো বৈচিত্র্য-অনন্য ও শ্রেষ্ঠত্ব পদ্মাসেতুর
** স্বপ্নের সেতু, বাস্তবের সেতু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।