ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ১০ ঘর পুড়ে ছাই

উপজেলা করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
পাথরঘাটায় ১০ ঘর পুড়ে ছাই

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় আট ব্যবসা প্রতিষ্ঠানসহ ১০ ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত দেড়টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম তালুকদার বাংলানিউজকে বলেন, রাত ১টার দিকে হঠাৎ চৌরাস্তা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।

এ অগ্নিকাণ্ডে অন্তত ৮ ব্যবসা প্রতিষ্ঠান, ২টি বাসাবাড়ি ও একটি মুরগীর খামারে প্রায় একহাজার মুরগী পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মুসা তালুকদার, সাইকুল আলম হাওলাদার, হেমায়েত তালুকদার, আবদুস ছালাম মিয়া, মামুন তালুকদার, আবদুস কুদ্দুস মিয়া, ছগির হোসেন ও লিটন তালুকদার।

কাঠালতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে উচ্চ মহলে আবেদন করবো।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।