ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দেশের নয়, আঞ্চলিক উন্নয়নও হবে

মাহমুদ মেনন ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
দেশের নয়, আঞ্চলিক উন্নয়নও হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাওডোবা পয়েন্ট (জাজিরা) থেকে: পদ্মাসেতুর কাজে সবার সহযোগিতা কাম্য। এতে এপার-ওপার দু’পারের বাসিন্দাই সহযোগিতা করে যাচ্ছেন।

এটা শুধু আমাদের দেশের জন্য নয়, এতে আঞ্চলিক উন্নয়নও হবে। গতিশীল হবে বাংলাদেশের মানুষ।

শনিবার (১২ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার পর শরীয়তপুরের জাজিরায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদীশাসনের বাস্তব কাজের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলকে আওয়ামী লীগ ছাড়া অন্যরা সবাই অবহেলার চোখে দেখেছে। আমরা নতুন পোর্ট করেছি, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়েছে। সেই সঙ্গে উন্নত রেলওয়েও করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের বার্ষিক উন্নয়নের ৯০ শতাংশ নিজেদের অর্থায়নে করতে পারি। বাংলাদেশ সাবলম্বী হবে। কারও কাছে হাত পেতে নয়। আমরা উৎপাদন করি। দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সে লক্ষ্যে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমএমকে/এমইউএম/এইচএ/আরআই/এএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।