ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শুরু হলো পদ্মাসেতু নির্মাণের কর্মযজ্ঞ

মাহমুদ মেনন ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
শুরু হলো পদ্মাসেতু নির্মাণের কর্মযজ্ঞ

মাওয়া পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে: প্রধানমন্ত্রীর ফলক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মূল কর্মযজ্ঞ।

শনিবার (১২ ডিসেম্বর)  বেলা ১২টা ৫৭ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে পাইলিংয়ের সুইচ অন করার মাধ্যমে মূল সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
Padma_bridge_piling_Hammar
এর আগে নদীর অপর তীরে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অপর গুরুত্বপূর্ণ অংশ নদী শাসনের কাজের অানুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে সুধী সমাবেশেও বক্তব্য রাখেন তিনি।

পদ্মাসেতু প্রকল্পের উদ্বোধনের মুন্সীগঞ্জের লৌহজংয়ের উত্তর মেদেনীমণ্ডলে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।   বেলা তিনটায় শুরু হবে এই জনসভা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইতোমধ্যেই জনসভাস্থলে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। রং বেরংয়ের ফেস্টুনে ঢাকা পড়েছে পুরো প্রকল্প এলাকা। সেখানে শোভা পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু ‍শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমএমকে/এমইউএম/এইচএ/আরআই/এএ/এমএ

** গোটা দুনিয়ায় বাংলাদেশ তার সামর্থ্য জানান দিচ্ছে
** পদ্মাসেতু নির্মাণে সবার সহযোগিতা কাম্য

** এ যেন বিজয়ের পর আরেকটি বিজয়

** পদ্মাসেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
** দেশের নয়, আঞ্চলিক উন্নয়নও হবে
** মঞ্চের চারদিকে নিরাপত্তা বেষ্টনী
** কোনো কারণ ছাড়াই তারা দুর্নীতির অভিযোগ আনে
** পদ্মাসেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
** জাজিরায় সুধী সমাবেশ চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।