ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ পুলিশ সাঁতার চ্যাম্পিয়নশিপ-২০১৫ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
বাংলাদেশ পুলিশ সাঁতার চ্যাম্পিয়নশিপ-২০১৫ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ পুলিশ সাঁতার চ্যাম্পিয়নশিপ-২০১৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় ৫ এপিবিএন সুইমিং পুলে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের এপিবিএন, এসপিবিএন, ডিএমপিসহ বিভিন্ন জেলা পুলিশ ইউনিটের মোট ৫০ জন সদস্য অংশ নেন।



এতে শ্রেষ্ঠ সাঁতারু হওয়ার গৌরব অর্জন করেন ডিএমপি’র মো. সবুজ মিয়া।

সাঁতারের ১০টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বাংলাদেশ পুলিশ সাঁতার উপ-পরিষদের সভাপতি ও এপিবিএন’র অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে ডিআইজি (এপিবিএন) আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খান, ডিআইজি (এসপিবিএন) বিশ্বাস আফজাল হোসেন এবং বাংলাদেশ পুলিশ সাতাঁর উপ-পরিষদের সাধারণ সম্পাদক ছিবগাত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।